প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২২, ৭:৫১ অপরাহ্ণ
মৌলভীবাজারে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

মৌলভীবাজার ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে নিয়ন্ত্রণহীন বাস চাপায় এক পুলিশ সদস্য নিহতসহ দুইজন আহত হয়েছেন। রোববার (৮ মে) ভোরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শেরপুর চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও দুইজন আহত হন। এই ঘটনা সময় একই স্থানে দুটি ট্রাকের মধ্যেও সংঘর্ষ হয়।
নিহত পুলিশ সদস্যের নাম রাকিব আলী রানা। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায়। আহত অপর দুই পুলিশ সদস্যরা হলেন- কামরানুর রহমান ও আনিস আহমেদ। আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক বলেন, আমাদের একজন পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হয়েছেন। রাতের ডিউটিতে থাকা শেরপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল তারা। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.