
মোহনপুরে প্রধানমন্ত্রীর বাড়ি পেলেন ১০ টি পরিবার

মোহনপুর প্রতিনিধি : রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মজিব বর্ষ উপলক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরে আশ্রয়-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের অনুষ্ঠান আজ ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরের করেন। তারি ধারাবাহিকতায় মোহনপুর উপজেলায় ১০ টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন,সহকারি কমিশনার ভূমি প্রিয়াংকা দাস,কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ,ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল,মহিলা ভাই চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) বিপুল কুমার মালাকার,ইউপি চেয়ারম্যান হযরত আলী,ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন,সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দু।