
মোহনপুরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও অবহিত করন সভা

মোহনপুর প্রতিনিধি : রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ আজ ৫ই জুন রবিবার উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।পরে বিকেলে উপজেলা চত্তরে তথ্য কমিশন কতৃক আয়োজিত তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপত্তি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন,প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: আব্দুস সালাম,বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের সহকারি পরিচালক (প্রশাসন) হেলাল আহমেদ,সহকারি কমিশনার ভূমি প্রিয়াংকা দাস,কেশরহাট পৌর সভার মেয়র শহিদুজ্জামান শহিদ, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, কৃষি কর্মকর্তা রহিমা খাতুন,সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,মোহনপুর থানার এসআই আলহাজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুধীজন রা উপস্থিত ছিলেন।