প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২২, ৩:৫১ অপরাহ্ণ
মোরেলগঞ্জে শেখ ফাজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুর্নামেন্টের উদ্বোধন

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফাজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
সোমবার (২৩ মে) বেলা ১১ টায় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক অনুধর্ব - ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মোজাম্মেল হক মোজাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, বারইখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য কে এম শহীদুল ইসলাম, এসআই আব্দুল লতিফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শামীম আহসান মল্লিক প্রমুখ।
অপরদিকে, একইসময়ে দৈবজ্ঞহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা অনুর্ব্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.