
মোরেলগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও মন্ত্রণালয় থেকে শুরু করে মাঠে পর্যায়ে ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত ১৯- ২৩ মে পর্যন্ত সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১০ টার দিকে উপজেলা ভূমি দপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবে মিলিত হয়।
পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আলী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান প্রসুখ।
আলোচনা সভায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে ভূমির বিভিন্ন সেবা বিষয়ে ব্রিফ করা হয়।