শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 

মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ   ‘৮শ’ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ পালিত হয়েছে।

এ উপলক্ষে ২২ জুলাই( শনিবার) সকালে মোরেলগঞ্জ  উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে  এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা বিনয় কুমার রায়। সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদা) মোঃ দিলদার হোসেন, এদিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেবার তালিকায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ খুলনা বিভাগের শেস্ঠতম স্হান অধিকার করায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদের প্রধান উপজেলা চেয়ারম্যানকে সন্মাননা স্বারক প্রদান করেছেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়।

জনসংখ্যা দিবসের আলোচনা সভায়  অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম আহসান মল্লিক,মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন,উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাঠ পর্যায়ের কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের মোরেলগঞ্জ উপজেলার মাঠ পর্যায়ের ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS