
মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ‘৮শ’ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ পালিত হয়েছে।
পরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা বিনয় কুমার রায়। সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদা) মোঃ দিলদার হোসেন, এদিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেবার তালিকায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ খুলনা বিভাগের শেস্ঠতম স্হান অধিকার করায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদের প্রধান উপজেলা চেয়ারম্যানকে সন্মাননা স্বারক প্রদান করেছেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের মোরেলগঞ্জ উপজেলার মাঠ পর্যায়ের ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়।