
মোরেলগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ পছন্দের পোশাকের খোঁজে ক্রেতারা ছুটছে এক মার্কেট থেকে আরেক মার্কেটে। তাদের চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও দোকানে নানা রঙের পোশাকের পসরা সাজিয়েছে। রমজানের শেষ দশকে এসে মোরেলগঞ্জে ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে। আর বিপণিবিতানগুলোতে ক্রেতা উপস্থিতি এবং বিক্রি বাড়ায় সন্তোষ প্রকাাশ করছেন বিক্রেতারা। আর ক্রেতাদের এমন ভিড় চাঁদরাত পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করছেন বিক্রেতারা।
গত দু বছর করোনা মহামারির কারণে ঈদের বাজার জমেনি। কর্ম হারিয়ে অনেকেই জীবন সংগ্রামে ছিলেন হতাশ। তবে এবারে সেই ধাক্কা সামলে ঈদের কেনাকাটার উদ্দেশ্যে প্রতিদিন মোরেলগঞ্জ ১৬ ইউনিয়ন ও ১ টি পৌরসভা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও বিপুলসংখ্যক ক্রেতা ভিড় জমাচ্ছে বিপণীগুলোতে। ফলে সকাল থেকেই ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে কাপুড়িয়া পট্টির বিপনীগুলো। শুধু বিপণিবিতানই নয়, ভিড় থাকে ভ্রাম্যমাণ মার্কেট, ফুটপাত এবং হকার্স মার্কেটেও। পিছিয়ে নেই জুতা ও কসমেটিকস দোকানও। বিভিন্ন শ্রেণি-পেশার ক্রেতারা তাদের সাধ্য অনুযায়ী পছন্দসই পোশাক কিনতে ব্যস্ত থাকে। ফলে দিনভর বেচাকেনায় ব্যস্ত সময় পার করেন ক্রেতা-বিক্রেতারা।
তবে ক্রেতাদের অভিযোগ, এবারের কাপড়ের দাম চড়া। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক মহিলা ক্রেতা জানান কাপড়, কসমেটিকস, জুতা সব পণ্যেরই দাম আগের তুলনায় অনেক বেশি।