শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মোরেলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪  ব্যাবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

মোরেলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪  ব্যাবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল কোর্টের  অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করে ৯০ হাজার টাকা আদায়  করা হয়েছে। 
শনিবার ( ২৮ মে) সকাল  থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে এ অভিযান চালানো হয়। এ মোবাইল কোর্টের নেতৃত্ব দেন মোরেলগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।  এসময় অবৈধভাবে বালু উত্তোলনের এর অপরাধে  পূর্ব বরিশাল গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে আব্দুল হাই , চন্ডিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ইকবাল হোসেন,  একই গ্রামের মজিবর রহমান হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার, কাঠালতলা গ্রামের পরেশ দাসের ছেলে পল্লব  দাসকে ৩টি পৃথক মামলায় ৯০ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়। 
 এ মোবাইল কোর্টে বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট  মোঃ  আলী হাসান জানান। 
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS