
মেহেরপুর সরকারি কলেজে নজরুল জন্মজয়ন্তী উদযাপন

মেহের আমজাদ,মেহেরপুর : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন ও বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজের বৈশাখী চত্বরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার সকালে উদযাপন কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক খেজমত আলি মালিথা, শিক্ষক পরিষদের সম্পাদক কাবিল উদ্দীন, সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম, সহকারী অধ্যাপক বশির আহাম্মেদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফারহানা কানিজ তথাপি, মায়শা ফারজানা ঐশী, মাকসুরা তুম লাজ, সম্রাট জাহাঙ্গীর, মাসুদুল হাসান এবং তবলায় সহযোগিতা করেন অনিক হাসান। আবৃত্তি ও নজরুল রচনা থেকে পাঠ করেন মায়শা, প্রিন্স হাসান প্রমুখ। নৃত্য পরিবেশন করে হাদিউজ্জামান হিপু।