শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মেহেরপুর শহরে ভিক্ষার থালা হাতে ব্যবসায়ীরা

মেহেরপুর শহরে ভিক্ষার থালা হাতে ব্যবসায়ীরা

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে কোর্ট জামে মসজিদের দোকান উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতি তাদের পূর্বের কর্মসূচি ঘোষনা অনুযায়ী ভিক্ষার থালা হাতে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান এবং সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমনের নেতৃত্বে মেহেরপুর শহরের কাশারীপাড়া থেকে শুরু করে ব্যবসায়ীরা ভিক্ষার থালা হাতে করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে সমবেত হন। ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ব্যাবসায়ীরা ভিক্ষার থালা হাতে করে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে আসার সময় মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের সামনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান একটি অনুষ্ঠানে যাওয়ার পথে থালা হাতে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের গাড়িটিকে থামিয়ে সেখানে গাড়ির সামনে শুয়ে পড়েন এবং ভিক্ষার থালা এগিয়ে দিয়ে ভিক্ষা চান, এ সময় কিছু ব্যবসায়ীরা গাড়ির সামনে শুয়ে পড়েন।

প্রায় ৩ মিনিট সেখানে অবস্থান নেওয়ার পর আবারও তারা জেলা প্রশাসকের কার্যালয় উদ্দেশ্যে রওয়ানা দেন। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থানকালে বক্তব্য রাখেন এবং এ কর্মসূচীতে অংশ নেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন,সহ-সভাপতি শেখ মোমিন,ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ,সদস্য রাশেদুজ্জামান,ইজারুল ইসলাম,আকসার আলী,সেলিম, মনা সহ ক্ষতিগ্রস্থ ও তাদের পরিবারের সদস্যরা। উল্লেখ্য,গত ০৭ জুন মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশে কোর্ট জামে মসজিদের সামনে প্রায় ১০ বৎসর পূর্বে নির্মিত কোর্ট জামে মসজিদ মার্কেটের ২৫ টি দোকান আদালতে বিচার চলমান থাকা অবস্থায় উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যাবসায়ী সমিতি ৫ দিনের কর্মসূচির প্রথম দিন ভিক্ষার থালা হাতে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। মেহেরপুর হোটেল বাজার ব্যাবসায়ী সমিতির ঘোষিত পরবর্তি কর্মসূচির মধ্যে রয়েছে ১০ জুন শুক্রবার কোর্ট জামে মসজিদে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সহ সাধরণ ব্যবসায়ীরা জুম্মার নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত। ১১ জুন সকাল ১১ টায় দোকান বন্ধ করে কলো পতাকা সহ ২৫ মিনিট অবস্থান করবে এ সময় কেতান বেচা কেনা হবে না। ১২ জুন সকাল সাড়ে ১০ টায় কাফনের কাপড় সহ জেলা প্রশাসকের কাযালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ। ১৩ জুন থেকে আমরণ অনশন কর্মসূচি, প্রয়োজনের হরতালের মত কর্মসূচি ।

৫০ বার ভিউ হয়েছে
0Shares