শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মেহেরপুর পৌর নির্বাচনে নৌকার প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা

মেহেরপুর পৌর নির্বাচনে নৌকার প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা

মেহের আমজাদ,মেহেরপুর :  আওয়ামীলীগের দলীয় প্রার্থী মাহফুজুর রহমানের নৌকা মার্কা প্রতীকের জয় সুনিশ্চিত করতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও ভোট চেয়ে প্রচার প্রচারনা চালিয়েছেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

শনিবার (১১ জুন) সকাল থেকে রাত পর্যন্ত মেহেরপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান রিটন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী,আব্দুল মান্নান,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম,বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জজ কোর্টের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল,জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম,জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সোয়েব রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ গ্রহন করেন ।

৪৫ বার ভিউ হয়েছে
0Shares