শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মেহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি বুলবুল ও সম্পাদক জুয়েল নির্বাচিত

মেহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি বুলবুল ও সম্পাদক জুয়েল নির্বাচিত

মেহের আমজাদ,মেহেরপুর : দীর্ঘ প্রায় ১৮ বছর পর অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে ইকবাল হোসেন বুলবুল ও সম্পাদক হিসেবে অ্যাড. খ ম ইমতিয়াজ হারুন জুয়েল এর নাম ঘোষনা করা হয়।

১৬ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। গতকাল রবিবার রাত ১০ টার দিকে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এর আগে বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সন্ধ্যার পর থেকে সকল প্রার্থীদের নিয়ে ২য় অধিবেশন করেন। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা এমপি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সরফরাজ হোসেন মৃদুলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩৭ বার ভিউ হয়েছে
0Shares