শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

মেহের আমজাদ,মেহেরপুর : তেল,গ্যাস,বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং দূর্নীতির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

শনিবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্ব পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আব্দুর রহমান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক আরজুল্লা মাস্টার বাবলু,সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা,জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ,মহিলা দলের সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়ন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, মানুষের জীবন জীবিক আজ হুমকির মুখে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বাড়ছে অথচ সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না, মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপি’র নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার  আহবান জনানো হয়।

৫৩ বার ভিউ হয়েছে
0Shares