শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী দেবর-ভাবি গ্রেফতার

মেহেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী দেবর-ভাবি গ্রেফতার

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে দেবর শামীম খাঁ (৪০) ও তার ভাবী শাহানাজ বেগম (৪৬)কে হেরোইন সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকা থেকে শামীম খাঁ ও শাহনাজ বেগম কে গ্রেফতার করা হয়। শামীম খাঁ মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার আব্দুর রহমানের ছেলে ও শাহনাজ একই এলাকার রায়হান খানের স্ত্রী। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি’র এসআই বিশ্বনাথ সরকার,এ এস আই মাহাতাব সহ সঙ্গীয় ফোর্স স্টেডিয়াম পাড়ায় অভিযান চালান। এ সময় শামীম খাঁ ও শাহাজকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

৩০ বার ভিউ হয়েছে
0Shares