
মেহেরপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মেহের আমজাদ,মেহেরপুর :মেহেরপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র বড় বাজারস্থ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মেহেরপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ওমর ফারুক লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর খান সাতু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ,জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম,সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান,জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লিয়ার,যুবদল নেতা ইসমাইল হোসেন,জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহাবুব সানি,যুবদল নেতা মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।