মেহের আমজাদ,মেহেরপুর ; মেহেরপুরের সদর উপজেলার বিভিন্ন গ্রামের মৎস্য চাষীদের মাঝে মৎস্য চাষে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে বাস্তবায়িত আর. ডি মৎস্য চাষীদের মাঝে এ সহায়তা দেওয়া হয়। মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় বুধবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করে।
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার মৎস্য চাষীদের মাঝে মৎস্য চাষে ব্যবহৃত বিভিন্ন উপকরন বিতরন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চূন্নু, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.