
মেহেরপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে খাস জমি এবং গৃহ প্রদান

মেহের আমজাদ,মেহেরপুর : বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন “আশ্রায়ন প্রকল্প”-২ এর আওতায় এবং জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন প্রতিটি পরিবারকে ২ শতাংশ খাস জমি ও গৃহ প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে আরো ২৬ হাজার ২২৯ টি ভূমি ও গৃহ প্রদানের উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার সকালে ভূমি ও গৃহ প্রদান এর উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলা ভূমিহীনদের মাঝে ভুমি ও গৃহ প্রদান করেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।