
মেহেরপুরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে “বিদ্রোহীর শতবর্ষ শীর্ষক” আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নূরুল আহমেদের সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান। আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক মইনুল ইসলাম, মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মুরাদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ ইব্রাহীম শাহীন, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।