শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মেহেরপুরে নৌকা প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

মেহেরপুরে নৌকা প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নিজেদের পক্ষে ভোট চেয়ে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রতি। তবে পৌর নাগরিকদের ভাবনা যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। এদিকে সোমবার সকাল ১০টার দিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মঈনুল হোসেন খাঁন নিখিল মেহেরপুর শহরের বড় বাজার এলাকা থেকে শুরু করে পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন। প্রচন্ড গরম উপেক্ষা করে আলহাজ্ব মোঃ মঈনুল হোসেন খাঁন নিখিল মানুষের দ্বারে দ্বারে যান এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটনকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সরফরাজ হোসেন মৃদুল সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

৩২ বার ভিউ হয়েছে
0Shares