
মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে মেহেরপুরে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী’র সভাপতিত্বেওরিয়েন্টশন সভায় মূল বক্তব্য উপস্থাপনা করেন মেডিক্যাল অফিসার ফয়সাল হারুন। আগামী ৪ জুন থেকে চারদিন ব্যাপী এ ক্যাম্পেইন চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৮১৮০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৯৭৪৭ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ওরিয়েন্টশন সভার সঞ্চালনায় ছিলেন ইপিআইুসুপার আব্দুস সালাম। ওরিয়েন্টশন সভায় জেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা অংশ নেন।