মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর কোর্ট মসজিদ মাকের্টের ২৫ টি দোকান উচ্ছেদ ও ব্যবসায়ীদের উপর নির্যাতনের প্রতিবাদে ব্যবসায়ী সংগঠনের ডাকা পাঁচ দিনের কর্মসূচীর মধ্যে চতুর্থ দিনে কাফনের কাপড় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ব্যবসায়ীরা।
রবিবার (১২ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর শহরের মানিক টাওয়ারের সামনে থেকে কাফনের কাপড় পরে একটি মৌণ মিছিল সহ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা ফিরে আসেন।
হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি শেখ মোমিনুল,সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন,কলেজ মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি এমএ কুদ্দুস সহ সাধারণ ব্যবসায়ীরা। তারা জেলা প্রশাসকের অপসারণ দাবী করেন এবং মসজিদ কমিটিকে দেওয়া সিকিউরিটির সমস্ত টাকা পরিশোধ করার দাবী জানান।
সমাবেশে বক্তারা বলেন ২০০৬ সালে মসজিদের উন্নয়ন প্রকল্পে মসজিদ কমিটিকে ২৫ টি দোকানের সিকিউরিটির টাকা দেওয়া হয়। যার রশিদ সহ সমস্ত প্রমাণ আছে। কিন্তু জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উচ্ছেদের সময় বলেছেন এটি অবৈধ মার্কেট ছিল। তারা প্রশ্ন করে বলেন, সিকিউরিটি নিয়ে ব্যবসায়ীদের দোকান দেওয়া হয়েছে। এগুলো অবৈধ দোকান হয় কিভাবে? তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যার ঘর নাই তাকে ঘর তৈরি করে দেওয়া হয়। কিন্তু মেহেরপুরের ব্যবসায়ীরা আজ ঘরছাড়া হলেন। জেলা প্রশাসক এই মার্কেটটি অবৈধ বলেছেন অথচ, তিনিই আবার দোকানদারদের ব্যাংক এ্যাকাউন্ট করে দিয়ে ভাড়া নিয়েছেন। বক্তারা আরো বলেন, মার্কেটটি অবৈধভাবে পন্থায় ভাঙ্গায় ২৫ জন ব্যবসায়ীর আনুমানিক ক্ষতি হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা। তারা বলেন অবিলম্বে জেলা প্রশাসক ও সহকারী কমিশনাররের অপসরণ চাচ্ছি।
বর্তমান আন্দোলন চলমান থাকবে। পাঁচ দিনের যে কর্মসূচি ছিলো তাতে যদি কোনো ব্যবস্থা গৃহীত না হয় তাহলে ১২ তারিখ রাতে জেলার সকল ব্যবসায়ী সমিতি আলোচনা করে মেহেরপুর জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ১ দফা আন্দোলনে যেতে বাধ্য হব। ব্যবসায়ীরা আরও বলেন, গত ৭ জুন মসজিদের শ্রীবৃদ্ধির দোহায় দিয়ে মেহেরপুর মডেল মসজিদ মার্কেটের ২৫ টি দোকান উচ্ছেদ করেছেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। ব্যবসায়ীরা দোকান ভাঙ্গার প্রতিবাদ ও ব্যবসায়ীদের উপর নির্যাতনের প্রতিবাদে হোটেল বাজার ব্যবসায়ী সমিতি শান্তিপূর্ণভাবে ৫ দিনের লাগাতার কর্মসূচী ঘোষণা করেন। হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ডাকা লাগাতার এ কর্মসূচীতে ইতোমধ্যে যোগ দিয়েছেন মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতি,গাংনী উপজেলা বাজার কমিটি, মুজিবনগর উপজেলা বাজার কমিটি, মেহেরপুর কলেজ মোড় ব্যবসায়ী সমিতিসহ তাদের সাথে যোগ দিয়েছেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সভাপতি আলহাজ্ব গোলাম রসুল সহ অন্যান্য ববসায়ীরা। মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতি’র ঘোষিত পরবর্তি কর্মসূচির শেষ দিন আজ ১৩ জুন থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে এবং প্রয়োজনে হরতালের মত কর্মসূচি গ্রহন করা হবে বলে জানিয়েছেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতি’র নেতৃবৃন্দ ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.