শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মেহেরপুরে ইসলামী আন্দোলন এর মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মেহেরপুরে ইসলামী আন্দোলন এর মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মেহের আমজাদ,মেহেরপুর :  ভারতের ক্ষমতাসীন দল বিজেবি’র মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে এবং তাঁর পরিবার নিয়ে অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখা।

শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওঃ আঃ কাদেরের সভাপতিত্বে মেহেরপুর পৌরসভা সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি মাওঃ খাদেমুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক রাশেদুল ইসলাম, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শামিম রেজা, মুজিবনগর উপজেলা শাখার সেক্রেটারী মাওঃ আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুফতি তরিকুল ইসলাম,ইসলামী যুব আন্দোলন জেলা কমিটির সভাপতি মুফতি শাহ- হুজায়ফা, যুব আন্দোলন জেলা কমিটির সাবেক সেক্রেটারী মাওঃ আরিফুল ইসলাম প্রমুখ। এর আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেবি’র মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে এবং তাঁর পরিবার নিয়ে অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওঃ আঃ কাদেরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর কোর্ট এলাকা থেকে শুরু করে মেহেরপুর শহরের প্রধান সড়ক হয়ে মেহেরপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares