
মেহেরপুরের সদর উপজেলার চারটি ইউপি নির্বাচনে পিরোজপুরে বাবলু বিশ্বাস,আমঝুপিতে চুন্নু,বারাদিতে মোমিন,শ্যামপুরে রব বিশ্বাস নৌকা প্রতীক পেয়েছেন

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার চারটি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। পিরোজপুরে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপিতে বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু,বারাদিতে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, শ্যামপুরে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস।
এই চারটি ইউনিয়নের নির্বাচনে উল্লেখিত চার জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন। গত শুক্রবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এ ঘোষনা দেন। আগামী ১৫ জুন এই চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
৩৯ বার ভিউ হয়েছে