শার্শা(যশোর) প্রতিনিধিঃ মুজিব বর্ষে বিআরডিবির অঙ্গীকার, স্বনির্ভর সমৃদ্ধ পল্লী গড়ার. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়, শার্শা, যশোর এর আয়োজনে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরী সংঘের ১০০ জন সদস্যকে নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অুনষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান উপপরিচালক যশোর, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আবু বিল্লাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিআরডিবি, হাফিজুর রহমান চৌধুরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মফিজুর রহমান রহমান চেয়ারম্যান বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, নাসিম উদ্দীন সহকারী পল্লী উন্নয়ন অফিসার(ইরেসপো), বিআরডিবি, এ,এইচ,এম গোলাম রসুল, প্রধান শিক্ষক বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়সহ অত্র বিদ্যালয়ের সম্মানীত শিক্ষকবৃন্দসহ ১০০ জন কিশোরী সংঘের শিক্ষার্থীরা প্রশিক্ষণে কৈশরকালীন শারীরিক ও মানসিক সমস্যা সমূহ বাল্য বিবাহের কুফল, খাদ্য ও পুষ্টির প্রয়োজনীয়তা, মাদকাসক্তি, জেন্ডার বৈষম্য, ইভটিজিং, নারী নির্যাতন, কুসংস্কার দুরীকরণ ও জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষাসহ জীবনঘনিষ্ঠ বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে স্যানিটারী ন্যাপকিনসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.