শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মুজিবনগরে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই জন গ্রেফতার

মুজিবনগরে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই জন গ্রেফতার

মেহের আমজাদ,মেহেরপুর : মুজিবনগরে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ। এরা হলেন, মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের সামিয়েল মন্ডলের ছেলে খোকন মন্ডল (৬০)ও একই গ্রামের বিভুদান মন্ডলের ছেলে সবুজ মন্ডল(২৫)।

রবিবার দিবাগত রাতে মুজিবনগর থানা পুলিশের একটি টিম বল্লভপুর গ্রামের তাদের বাড়িতে অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) রাসেল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি মেহেদী রাসেল জানান, বল্লভপুর গ্রামের ভিকটিমকে খোকন মন্ডল ও সবুজ মন্ডল দীর্ঘদিন যাবৎ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের ২১ডিসেম্বর দিবাগত রাত অনুমান ৯ টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে সবুজ মন্ডলের ঘরে ডেকে নেয় ভিকটিমকে। পরে সেখানে ভিকটিমকে রেখে সবুজ বাইরে চলে আসে। এসময় খোকন মন্ডল ভিকটিমকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এসময় পরিকল্পিতভাবে ধর্ষনের সেই দৃশ্য সহযোগী সবুজ মন্ডল গোপনে ভিডিও ধারণ করে। এ ঘটনার প্রায় ছয় মাস পর চলতি মাসের ৬ তারিখ দুপুরে সেই ধারনকৃত আপত্তিকর ভিডিও মোবাইলে ফোনে শেয়ারের মাধ্যমে এলাকায় ছড়িয়ে দেয়। খোকন মন্ডলকে ধর্ষণের অভিযোগে এবং সবুজ মন্ডলকে পর্ণোগ্রাফি আইনে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুজিব নগর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২২। থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আটক খোকন মন্ডল ও সবুজ মন্ডলকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS