এম এম হারুন আল রশীদ হীরা; মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় রাস্তায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। ঈদের দিন মঙ্গলবার দুপরে উপজেলার মান্দা সদর ইউনিয়নের চকমনসুব গ্রামে হামলা ও সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, আবুল কাসেম (৭০), মামুনুর রশীদ (৩৮), আবেদ আলী (৪৮), সাজ্জাদ হোসেন (৪৬) আজাদ আলী (৩৭), খাজামুদ্দীন (৬০) ও সাইফুদ্দীন (৩৫)।
স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে চকমনসুব মসজিদ থেকে দক্ষিণ দিকে গ্রামে প্রবেশের রাস্তার একধারে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেন সেকেন্দার আলীগংরা। মঙ্গলবার ঈদের নামাজের পর খাজামুদ্দীন তার লোকজন নিয়ে বাকি অংশ একইভাবে ঘিরে দেন।
এতে গ্রামের লোকজনের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আবুল কাসেম পক্ষের লোকজনের সাথে খাজামুদ্দীনের লোকজনের হামলা ও পাল্টা হামলার জেরে সংঘর্ষ শুরু হয়ে যায়।
চিকিৎসাধীন আবুল কাসেম বলেন, গ্রামের মানুষের চলাচলের রাস্তায় বেড়া ঘিরে নিচ্ছিলেন খাজামুদ্দীন ও তাদের লোকজন। বাধা দেওয়ায় অন্যায়ভাবে তাদের মারধর করে আহত করা হয়।
অন্যদিকে খাজামুদ্দীন বলেন, গ্রামের সেকেন্দার আলী কয়েকদিন আগে তার অংশের জমির মধ্যে রাস্তায় বেড়া দেয়। ঈদের দিন মঙ্গলবার আমার অংশের রাস্তায় বেড়া দিতে গেলে আবুল কাসেমের লোকজন আমাদের ওপর হামলা করে। এসময় উভয়পক্ষের মধ্যে মারামারি হয়েছে।
খবর পেয়ে মান্দা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.