
মান্দায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

এম এম হারুন আল রশীদ হীরা; মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে সড়ক দূর্ঘটনায় সাব্বির হোসেন (১৭) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার বর্দ্দপুর চুনাতাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘনাটি ঘটে । নিহত সাব্বির নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে এবং শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবার ও স্বজনরা জানান, ঈদুল ফিতরের পরের দিন বুধবার মান্দা উপজেলার বর্দ্দপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার বিকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বর্দ্দপুর চুনাতাপাড়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মর্মান্তিকভাবে নিহত হন। দূর্ঘটনার পরই স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন সত্যতা নিশ্চিত করে জানান, নওগাঁ থেকে রাজশাহীগামী একটি মাইক্রো বাসের সাথে ধাক্কা লেগে স্কুল ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
৬ বার ভিউ হয়েছে