বুধবার- ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মান্দায়  বিশ্ব নার্স দিবস পালিত

মান্দায়  বিশ্ব নার্স দিবস পালিত

এম এম হারুন আল রশীদ হীরা; মান্দা (নওগাঁ): ‘বিশ্ব স্বাস্থসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন’ এ প্রতিপাদ্য বিষয়ে নওগাঁর মান্দায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব নার্সেস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সিনিয়র স্টাফ নার্স রুবিনা খাতুনের সভাপতিত্বে  অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাসনিম হোসাইন আরিফ, চিকিৎসক শাহারিয়ার হোসেন তামিম, ওয়ার্ড ইনচার্জ আশিক ইকবাল প্রমূখ।
সভায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS