
মান্দায় সড়ক দুর্ঘটনায় ৩জন গুরুতর আহত।।

স্টাফ রিপোটার:
****************************************
নওগাঁর মান্দায় ২৮ মার্চ ২০২৫ বৈকাল ৪.৩০ টায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রাজশাহী – নওগাঁ মহাসড়কের চেযারম্যান মোড়ের অদূরে স্টিলের বাক্সবাহী ভ্যানকে দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ভ্যানটি গাছের সাথে বাড়ি খেয়ে প্রায় ২০ হাত দুরে গর্তে পড়ে যায়। দুর্ঘটনায় ভ্যান চালক আহত হলেও অপর ২ যাত্রীকে অচেতন অবস্থায় মান্দা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। মাথা এবং শরীরে গুরুতর জখম উপজেলার কুলিহারের বাদেউসকে হাসপাতালে ভর্তি করা হলো। বাম পায়ের আঙ্গুলগুলো শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হওয়ায় খিলশাকুড়ি গ্রামের মিজানুর রহমান বিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি থেকে রোগিদের চিকিৎসা নিতে ড. একরামুল বারি টিপু ভাইয়ের শ্মরণাপন্ন হলে তিনি আন্তরিকতার সহিত দ্রুত পদক্ষেপ নিয়েছেন। বাদেউসের অভিভাবকদের জন্য মান্দা হাসপাতালে অপেক্ষা করছি। চোখের সামনে মানুষগুলোর রক্তমাখা দেহ, আল্লাহপাক তাঁদেরকে দ্রুত সুস্থ করে দিন।