ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
ধামইরহাটে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় আলতাদিঘী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় বসবাসকারী নৃ-জনগোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠীর ৩৭৬ জন সদস্যগণকে নিয়ে পরিবেশ বান্ধব ইকোট্যুরিজম ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক সচেতনতামুলক ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে দিনব্যাপী সামাজিক বনবিভাগ, রাজশাহী’র আয়োজনে ও বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ’র সভাপতিত্বে ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি বলেন, “মানুষ গাছের কাছে চিরঋনী, যা কখনো শোধ হবার নয়।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, নওগাঁ সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান, বনবিট অফিসার আনিছুর রহমান ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.