প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২২, ৬:৩১ অপরাহ্ণ
মাদারীপুরে ঘরের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর শহরের রেন্ডিতলা এলাকা থেকে মঙ্গলবার রাতে বসত ঘরের ভেতর থেকে শহীদুজ্জামান (৩৮) নামের এক কোরআনে হাফেজের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের মৃত: মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের রেন্ডিতলা এলাকার খান বাড়িতে ভাড়া বাসায় একই বসবাস করতো শহীদুজ্জামান। সন্ধ্যার দিকে বাসার পাশের লোকজন ডাকতে গেলে কোন সারা শব্দ না পাওয়ায় পাশের বাসায় থাকা তার ভাইকে খবর দিলে তারা ঘরের দরজা ভেঙে ভিতরে দেখে খাটের ওপর শহীদুজ্জামান পড়ে আছে। নাক ও মুখে রক্ত ছিল। পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ভাই মনিরুজ্জামান বলেন, আমার ভাই একাই বাসায় থাকতো। সে একজন কোরআনে হাফেজ ছিল। আমাদের ধারনা স্টক করেছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আমাদের মনে হয়েছে স্টক করেছে। তার পরেও ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে মৃত্যু প্রকৃত ঘটনা কি ছিল। পরিবারের লোকজন থানায় এসেছিল। তাদের কোন অভিযোগ নেই। থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.