বৃহস্পতিবার- ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মাদক ব্যাবসায় বাধা দেওয়ায় বিএনপি নেতার উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

মাদক ব্যাবসায় বাধা দেওয়ায় বিএনপি নেতার উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

রিপোর্ট : ইমাম বিমান :: ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন শেখেরহাট ইউনিয়ন বিএনপির যূগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু ও যুব দল কর্মী মিলনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ০১ এপ্রিল মঙ্গলবার বিকেলে সদরের শেখের হাট ইউনিয়নের নাওয়াপাড়া বেজখান টেম্পুষ্ট্যান্ড এলাকায় ইউনিয়ন বিএনপি ও স্থানীয় জনগনের উদ্যোগে হামলাকারীদেরকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় ব্যক্তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী, স্থানীয় সন্ত্রাসী ও হামলাকারী কিবরিয়া খান ও তার সহযোগী ইলিয়াস হোসেন, রাকিব,রুম্মন, রিফাত ও তারেক সহ ঘটনায় সম্পৃক্ত অজ্ঞাত ব্যক্তিদের আইনের আওতায় এনে তাদেরকে গ্রফাতার করে দ্রুত বিচারের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখছেন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মিজানুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন খোকন মল্লিক, শেখেরহাট ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ তৌফিকুল ইসলাম, শেখেরহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ বাচ্চু গাজী, শেখের হাট ইউনিয়নের ছাত্রদলের সভাপতি আব্দুল রহমান বাবু  সহ স্থানীয় নেতৃবৃন্দ ‌।
এছাড়াও উক্ত  মানববন্ধনে উপস্থিত ছিলেন, শেখেরহাট নওয়াপাড়া ৫ নং  বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ নান্নু তালুকদার , যুবদল নেতা মোঃ  জুলকার নাইম জেমস ইউনিয়ন বিএনপি অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ জনগন।
উল্লেখ্য গত ২৬শে মার্চ শেখের হাট যুবদলের ইফতার পার্টি শেষে মটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে বেজখান এলাকায় ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু ও তার ভাই যুবদল কর্মী মিলনের বর্বরোচিত হামলা চালায় ‌।
১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS