শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলা বিষয়ক কর্মশালায়-বানিজ্যমন্ত্রী

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলা বিষয়ক কর্মশালায়-বানিজ্যমন্ত্রী

রংপুর ব্যুরো: নিত্য প্রয়োজনীয় পন্যের উর্ধ্বগতি রোধ কল্পে চলতি মাস থেকে সরকার দেশে পাঁচ কোটি মানুষকে পারিবারিক সুরক্ষা কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি। আজ বুধবার দুপুরে রংপুর পর্যটন মোটেলের হলরুমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে এবং রংপুর বিভাগীয়প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ণ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি। রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ মোকাব্বির হোসেন, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আব্দুল আলীম মাহমুদ এবং রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসানসহ রংপুর বিভাগের ৮জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্তিমুক্ত সুস্থ্য ও সুনাগরিগ হিসেবে গড়ে তুলতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS