শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মহেশপুরে আবারো ৪১ লাখ টাকার ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক, ইজিবাইক জব্দ

মহেশপুরে আবারো ৪১ লাখ টাকার ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক, ইজিবাইক জব্দ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-আবারো ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে ৬টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ৬ টি স্বর্ণের বারের ওজন ৫৯৯ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৮১ হাজার ১০৬ টাকা। সোমবার সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়। তবে আটককৃতর নাম পরিচয় প্রাথমিকভাবে উল্লেখ করেনি বিজিবি। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, আজ সোমবার সন্ধ্যার দিকে মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির টহলদল বড়বাড়ি এলাকায় সন্দেহভাজন ব্যক্তির পকেট তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো ৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোবাইল ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS