নাজিম হাসান,রাজশাহী থেকে:
ভারতে মহানবী (সা.) নিয়ে কটুক্তির প্রতিবাদে বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি ইউনিটের প্রধান নাভিন কুমার জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনায় রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবীতে বাগমারায় তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ভবানীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে এই মিছিল বের হয়। পরে ভবানীগঞ্জ কলেজ মোড় এলাকা প্রদক্ষিন করে গোডাউন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিশিষ্ট চিকিৎসক ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা: আব্দুল বারী বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমরা সহিংসতা চাই না। আমরা শান্তিপূর্ন ভাবে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতে সমবেত হয়েছি। সেই সাথে সরকারকে রাষ্ট্রীয় ভাবে এই ঘটনার বিষয়ে নিন্দা জানানোর দাবী জানাচ্ছি এবং সকল সকল ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতাকে ভারতের সকল প্রকার পন্যসামগ্রী বর্জন করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মাইনুল ইসলাম, প্রভাষক অহিদুল ইসলাম, কাজী মশিউর রহমান পিটার, শাহিনুল ইসলাম, মাজেদুল ইসলাম, রেজাউল ইসলাম, রাকিবুল ইসলাম, শিক্ষক চয়েন উদ্দিন ও ছাত্রনেতা নিউটন, শান্ত প্রমূখ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.