প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২২, ১:৪৬ অপরাহ্ণ
মহানবী (সা:)-কে অবমাননার প্রতিবাদে লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইন্ডিয়ার বিজেপি মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা:) ও আয়েশা (রা:) কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হাজার হাজার তাওহীদি জনতা ।
শুক্রবার (১০ জুন) আছর নামাজ বাদ উপজেলা গোপালপুর পৌরসভা সর্বস্তরের দ্বীনদার মুসলিম জনগনের আয়োজনে বিভিন্ন মসজিদ থেকে হাজার হাজার মুসল্লি এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর পৌর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে করইতালা স্থানে এসে শেষ করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, মাওলানা মো:নাঈম উদ্দিন , মাওলানা মো:তুফাজ্জল হোসেন,হাফেজ মো:সাদ্দাম হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, ইসলামকে অবমাননা করে রাসূল (সা:)ও আয়েশা (রা:)-কে নিয়ে কটূক্তি করা হয়েছে। এর প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে।এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা।আমরা এর নিন্দা জানাই।পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা মো:মুক্তার হোসাইন সাহেব।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.