মঙ্গলবার- ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মহানবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে বোদায় মানববন্ধন,সমাবেশ ও র‌্যালী

মহানবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে বোদায় মানববন্ধন,সমাবেশ ও র‌্যালী

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি ও অবমাননাকারীদের শাস্তির দাবীতে পঞ্চগড়ের বোদায় মানববন্ধন, সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়। ছারছিনা দরবার শরিফের বোদা উপজেলা শাখার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ বোদা উপজেলার শাখার সভাপতি আলহাজ¦ মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মোঃ খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ আরঙ্গজেব, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ হকিকুল ইসলাম প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি র‌্যালী বোদা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মসজিদ চত্বরে এসে সংক্ষিপ্ত মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS