শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মস্কভা ক্রুজার ডুবিতে ১ জনের মৃত্যু ও ২৭ জন নিখোঁজ রয়েছে : মস্কো

মস্কভা ক্রুজার ডুবিতে ১ জনের মৃত্যু ও ২৭ জন নিখোঁজ রয়েছে : মস্কো

রাশিয়া শুক্রবার বলেছে, গত সপ্তাহে মস্কভা মিসাইল ক্রুজার ডুবে যাওয়ার পর এক ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন এবং ২৭ জন নিখোঁজ রয়েছেন। এ মর্মান্তিক ঘটনার পর এই প্রথম মস্কো তাদের ক্ষতির কথা স্বীকার করলো। খবর এএফপি’র।
রাশিয়ার বার্তা সংস্থাগুলো পরিবেশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘১৩ এপ্রিল অগ্নিকান্ডের ফলে মস্কভা মিসাইল ক্রুজারে থাকা গোলা বারুদ বিস্ফোরণে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।’
মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় ‘এক সার্ভিসম্যান নিহত হয়েছেন এবং অপর ২৭ ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন।’
তারা আরো জানায়, ‘অবশিষ্ট ৩৯৬ সদস্যকে উদ্ধার করা হয়েছে।’

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS