শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ১৪ মে শনিবার : ফরিদপুরের মধুখালী বৈশাখী মেলার মক্ত মঞ্চের প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ খবিরউদ্দিন মোল্যা । মুক্ত মঞ্চের দর্শক মাতালেন শিশু শিল্পী জারা ।
১৩ মে শুক্রবার মেলার ৯দিনের ৭ম দিনে , রাত সাড়ে ৮টায় মধুখালী বৈশাখী মেলা পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে মেলার মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খবিরউদ্দিন মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, মেলা অভ্যর্থনা কমিটির আহবায়ক মির্জা আক্তারুজ্জামান খোকন,নির্বাহী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলামসহ প্রমুখ।
এ দিন মঞ্চ পরিচালনা পরিষদের আহবায়ক মির্জা গোলাম ফারুকের সঞ্চালনায় ও এসএম মনিরুজ্জামান এবং মনজুর হোসেনের সহযোগিতায় মধুখালী সংগীত একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশীত হয় সংগীত ও নৃত্য । সাংস্কৃতি অনুষ্ঠানের মুল আকর্ষন ছিলেন শিশু শিল্পী ফারাজাবিন জারা । তাঁর সংগীত পরিবেশনার ভঙ্গি এবং কণ্ঠ উপস্থিত দর্শকদের মন মাতিয়ে তুলে। আরো আরো বলে চিৎকার শোনা যায় দর্শক সারী থেকে ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.