শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ১৮ মে বুধবার ;ফরিদপুরের মধুখালীতে - নবম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী মধুখালী উপজেলার কামালদীয়া ইউনিয়নের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো ১৭ মে। কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্য প্রার্থীগণ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন । ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রæতি। মধুখালী উপজেলার অতিরিক্ত দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচনকর্মকর্তা ও রিটার্নিং অফিসার এবিএম আজমল হোসেন জানান চেয়ারমান পদে ৬ জন সাধারন সদস্য পদে ৩০ ও সংরক্ষিত পদে ১১ জনমনোনয়ন পত্র দিয়েছেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রাথী বর্তমান চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশার, অঘোষিত বিএনপি মনোনিত মোহাম্মাদ কামালউদ্দিন শেখ , মোহাম্মাদ ওয়ালিদ হাসান মামুন,মোছাঃ সাহেরা বেগম, জাকির হোসেন ও ফারুক হোসেন। সাধারন সদস্য পদে ৩০ এবং সংরক্ষিত মহিলা পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যান্যদের দলীয় পরিচয় পাওয়া যায় নাই।
মনোনয়নপত্র বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে প্রতিক বরাদ্ধ ২৭ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পর্যায়ে প্রথম বারের মতো মধুখালীর কামালদীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোট ভোটারের সংখ্যা ১২ হাজার ৬শত ৭৯জন এর মধ্যে পুরুষ ৬ হাজার ৪শ ৭৫ এবং মহিলা ৬ হাজার ২শ ৪ জন। মোট ভোটকেন্দ্র ১০টি এবং বুথের সংখ্যা ৩৮টি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.