শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ১১ জুন শনিবারঃ ফরিদপুরের মধুখালীতে প্রেমকরে বিয়ের । অবশেসে ৫ দিনের মাথায় মৃত্যু।
পারিবারিক ও থানা সুত্রে জানা গেছে উপজেলার কোরকদি ইউনিয়নের খোদা বাশপুর গ্রামের জিল্লুর রহমান মোল্যার ৮ম শ্রেণী পড়–য়া কন্যা তন্নী খাতুন (১৪)। একই ইউনিয়নের পাশের গ্রামের মোল্যাডাংঙ্গী গ্রামের আফসার শেখের ছেলে সাব্বরি শেখ ৬ জুন ২০২২ খ্রিঃ অপহরণ করে নিয়ে যায় । তন্নী খাতুনকে সাব্বীর হত্যা করেছে তার পরিবারের দাবী । অপর দিকে সাব্বিরের পরিবারের দাবী সাব্বির ও তিন্নী ৪ মাস আগে বিয়ে করেছে । সর্বশেষ বাড়ীতে মৌলভী ডেকে বিয়ে পড়ান হয়েছে। তন্নীকে হত্যা করা হয় নাই । সে আত্মহত্যা করেছে। প্রেম করে বিয়ে অবশেষে ৫ দিন অতি বাহিত না হতে লাশ হতে হলো তিন্নীকে । ১০ জুন গভীর রাতে মধুখালী থানা পুলিশ তন্নী লাশ উদ্ধার করে। তন্নীকে হত্যা না আত্মহত্যা এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম কাছে জানতে চাইতে তিনি জান এখনও ষ্পষ্ট করে বলা মুষ্কিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে। তাকে মৃত অবস্থায় শয়ন খাটে পেয়েছি ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.