মঙ্গলবার- ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মধুখালীতে সিএসএস এর স্বাস্থ্য সেবা

মধুখালীতে সিএসএস এর স্বাস্থ্য সেবা

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ১৮ মে বুধবার : ফরিদপুরের মধুখালীতে ১৮ মে সকাল দশটা থেকে দিনব্যাপী উপজেলার প্রায় তিন শতাধিক সিএসএস এর সুবিধা ভোগিদের মধ্যে বিনামূল্যে স্বাস্থা সেবা প্রদান করেছে বেসরকারি এনজিও সিএসএস মধুখালী শাখা।

সিএসএস এর স্বাস্থ্য সেবা প্রদানকালে উপস্থিত ছিলেন সিএসএস এর আর এম মো. তারিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক সহদেব পাল, শাখা ব্যবস্থাপক মো. হান্নান পারভেজ, শাখা ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম। স্বাস্থা সেবা প্রদান করেন গাইনী, মা ও শিশু এবং বাত-ব্যাথা জনিত রোগে অভিজ্ঞ ডা. ফারজানা আক্তার (মেরী) এস সময় তাকে সহযোগিতা করেন নার্স কলি আক্তার ও সেতু আক্তার।

স্বাস্থ্য সেবাপ্রাপ্ত রোগিদেরকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS