শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মধুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মধুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা ২৬ মার্চ ২০২৫খ্রি.বুধবার   : সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।
২৬ মার্চ বুধবার ২০২৫খ্রি.প্রতুষে ৩১বার তোপর ধ্বনির মাধ্যমে দিনের কর্মসুচী শুরু হয়ে সকাল সাড়ে ৭টায় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পরে সারে ৮টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন শহীদ বেদীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পন করেন। পর্যায়ক্রমে মধুখালী থানা পুলিশ, মধুখালী পৌরসভা, সরকারী আইনউদ্দিন কলেজ, বীরমুক্তিযোদ্ধা, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সামাজিক ও রাজৈনিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
সকাল ৯টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান অতিথি হিসেবে মোঃ আবু রাসেল বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় উপজেলা আধুনিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেলের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS