শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মধুখালীতে বিএনপির একাংশের দোয়া ও ইফতার মাহফিল

মধুখালীতে বিএনপির একাংশের দোয়া ও ইফতার মাহফিল

শাহজাহান হেলাল ফরিদপুর জেলা প্রতিনিধি ২৭ এপ্রিল বুধবারঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির একাংশের আয়োজনে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ এপ্রিল মঙ্গলবার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা বিএনপির সদস্য মৃধা বদিউজ্জামান বাবলুর সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মন্নু, কৃষক দলের আহবায়ক শাহিন মিয়া, ইকবাল হোসেন ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরেফিন সাদ্দাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রেদওয়ান আহমেদ, সরকারি আইন উদ্দীন কলেজের ছাত্র দলের আহবায়ক রুমান সহ প্রমুখ।

আলোচনা পরবর্তী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ আবু নাঈম।

১৩ বার ভিউ হয়েছে
0Shares