
মধুখালীতে নাগরিক সমাজের ঈদ পুর্নমিলনী

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ৮ মে রোববারঃ ফরিদপুরের মধুখালীর কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলেক্ষ্য চেয়ারম্যান প্রার্থী কামালউদ্দিন মাষ্টারের আয়োজনে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ মে রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার প্রবিন ব্যক্তিত্ব আঃ খালেক মন্ডলের সভাপতিত্বে ও মতিয়ার রহমানের সঞ্চালনায় কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ঈদ পর্নমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী,সাধারন সম্পাদক আবুল হোসেন আবুল,সাংগঠনিক সম্পাদক হায়দার আী মোল্যা,পৌর বিএনপি সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ,সাধারন সম্পাদক এ্যাড,গোলাম মনসুর নান্নু, চেয়ারম্যান প্রার্থী কামালউদ্দিন মাষ্টার,ইয়াসিন বিশ্বাস ও গিয়াস উদ্দিন বাচ্চু সহ প্রমুখ। ১৫ জুন কামালদিয়া ইউনিয় পরিষদ নির্বাচনে কামালউদ্দিন মাষ্টারের পক্ষে ভোট চেয়ে বক্তাগণ বক্তব্য রাখেন।