
মধুখালীতে ত্রাণ হিসেবে নগদ অর্থ বিতরণ নদী ভাঙ্গন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ২৯ এপ্রিল শুক্রারবারঃ ফরিদপুরের মধুখালীতে জাতীয় স মাজকল্যাণ পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে নদী ভাঙ্গণ ও প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী ত্রান হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ত্রান বিতরণ পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেযারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলভীর রহমান,সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল ,কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরীসহ প্রমুখ ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১১৪ জনের মধ্যে প্রতিজনকে ৪ হাজার টাকা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৩০জনকে ৪ হাজার টাকা করে প্রদান করা হয়েছে ।