
মধুখালীতে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ৩০ জুলাই শনিবার: ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর (গাংনীপাড়া) গ্রামে বৃহস্প্রতিবার (২৮ জুলাই) গভীর রাতে অভিযান পরিচালনা করে দুটি গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ইমদাদ মৃধা (৫৫)। সে উপজেলার মথুরাপুর গাংনীপাড়া গ্রামের মৃত আবুল কাশেম মৃধার ছেলে। এ ব্যাপারে শুক্রবার (২৯ জুলাই) মধুখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আটক আসামীকে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, বৃস্পতিবার গভীর রাতে মধুখালী থানার এস আই মো. ফারুক শেখ গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামীর বাড়ীতে অভিযান পরিচালনা মাদক ব্যবসায়ী ইমদাদকে আটক করে তার লাগানো দুটি গাঁজ গাছ উদ্ধার করে ষানায় নিয়ে আসে। শুক্রবার ২৯ জুলাই ওই মাদক ব্যবসায়ীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।