সোমবার- ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মধুখালীতে ঈদের দিন প্রতিপক্ষকে মারপিট-মুমূর্ষ-১

মধুখালীতে ঈদের দিন প্রতিপক্ষকে মারপিট-মুমূর্ষ-১

মধুখালী,ফরিদপুর জেলা প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৫খ্রি. শনিবার ঃ ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের দক্ষিণ পাড়া জামে মসজিদের প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে এবং জমি নিয়ে বিরোধে পূর্বশত্রæতার জেরে প্রতিপক্ষের হামলায় নারী -পুরুষ ও শিশুসহ কমপক্ষে ৮/৯জন গুরুতর আহত হয়েছেন। গুরতর আহতদের মধ্যে জুয়েল শেখ (২৫) মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন । তার অবস্থা আশংখাজনক ।
সরোজমিনে ও থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায় ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে মোঃ বাদশাহ শেখ গং এর রনি শেখ (১২) শিশু গ্রাম্য দোকানে গেলে পূর্বপ্রস্তুতি হিসেবে তাকে মারপিট করেন শহিদ শেখ গং এর লোকজন। এ সংবাদ শিশুটির পরিবারে পৌছালে একেএকে বাদশাহ শেখ এর লোকজন ঘটনা স্থলে যারা গিয়েছেন তাকেই হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে যখম করেছেন। ভুক্তভোগিদের মারপিটে অংশ নেন শহিদ শেখ(৩৮),আজম শেখ(২৮),সোহবান শেখ (২৫),আকাশ শেখ(২৫), রবি শেখ(২৬), ইকরাম শেখ(৩০), মোসলেম শেখ(৩৪), কালাম শেখ(২৮),আশিক শেখ(২৪),মুসা শেখ(২৫),সোহরাব শেখ (৫৭)সহ আরো ১৫/২০ জন। প্রতিপক্ষের মারপিটে নারী পুরুষ ও শিশুসহ গুরুতার ৮/৯ জন আহত হলে প্রথমে মধুখালী উপজেলা সদর হাসপাতালে সকলকে চিকিৎসা দেওয়া হয় । গুরুতর আহত জুয়েলের অবস্থা আশংখাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শংঙ্কামুক্ত নয়। দ্রæত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যান্য আহতরা হলেন মোঃ সবুজ শেখ(২৪), মোসা.রোজিনা খাতুন (৩২), মোসা.মনজু খাতুন (২৫),মো.রনি শেখ(১২),ভাবনা বেগম (২১), মো.জিন্না শেখ (৪৪),মো.সোহাগ শেখ(২৮)সহ প্রমুখ। ২/৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় মধুখালী সদর হাসপাালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার এসআই মো.মাহামুদুল হাসান তার মোবাইলে জানতে চাইলে তিনি জানান নিয়মিত মামলা হয়েছে। এজাহার নামীয় দুজন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছ। বাকীদের আটকের চেষ্টা চলচ্ছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS