
মধুখালীতে আয়ান পেস্ট্রির উদ্বোধন

শাহজাহান হলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ২৯ এপ্রিল শুক্রবার : ফরিদপুরের মধুখালীতে আয়ান পেস্ট্রির উদ্বোধন করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজার বাসস্টান্ডে নতুন এ শপের উদ্বোধন করা হয়।
মধুখালী রাসেল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি এর নতুন সংযোজন এটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী মিয়া, আয়ান পেস্ট্রির সত্ত¡াধীকারি মোঃ জাহিদ হাসান শুভ, মির্জা মুরাদ হোসেন, মির্জা ইভেন, শাহ্ ফরহাদ হোসেন, মোঃ কামরুল ইসলাম সহ অনেকে। ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও শাখার উদ্বোধন করা হববে বলেও জানান প্রতিষ্ঠান প্রধান।
৫ বার ভিউ হয়েছে