
ভোলায় মিথ্যা তথ্য দিয়ে ভুমিদস্যুদের সংবাদ সম্মেলন বিচার দাবী ভুক্ত ভুগীদের

ভোলা প্রতিনিধিঃ ভোলা-সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির ভুমিদস্যু আবু মুসাগংরা সাংবাদিকদেরকে মিথ্যা তথ্য দিয়ে (১৮ মে) বুধবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করেছেন। ওই ভুমি দস্যুদের বিচার দাবী করেছেন ভুক্তভুগী ভাই-বোনেরা। ভুক্তভুগী মাজেদ, সাগর, মাকছুরা, হাসনা, ইয়ানুর ও খায়নুর বেগম জানান, তাদের পিতা আঃ ওহাব হাওলাদার মৃত্যুর পর ৫ ভাই ও ৫ বোনের মধ্যে তাদের বাড়ির গন্যমান্য ব্যক্তিরা ১৭ সালে জমি বন্টক করে দেন। ওই মোতাবেক যার যার জমি সে সে ভোগ করে আসছেন। তাদের বাবা শিবপুর মৌজার এস এ ৫২৩ ও ৫২৫ নং খতিয়ানের ১০৩৫ দাগে ১৮ শতাংশ জমির মালিক। ওই জমি বন্টকে ৫ বোনকে দেয়া হয়। ভুমিদস্যু আবু মুসাগংরা আঃ ওহাব হাওলাদারের বড় ছেলে ঢাকায় বসবাসরত আবুল বশারের কাছ থেকে পাওয়ার দলিল নিয়ে ২ দশমিক ২৫ শতাংশ জমির স্থলে ৩৬ শতাংশ জমির ভুয়া দলিল করে ৪১ শতাংশ জমি দখল করে নেয়ার চেষ্টা চালায়। জমি তাদের বাড়ির কাছে হওয়ায় প্রতি রাতে নারিকেল ও বিভিন্ন প্রজাতির গাছ চুরি করে নিয়ে যায়। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় একাধিকবার অভিযোগ ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করা হয়েছে যার নং-১৯৩/২০২২। তাদের উপর রয়েছে আদালতের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে গাছ কেটে লুট, ঘর উত্তোলন, বিদ্যুত সংযোগ নিয়ে কাজ করতে থাকে। এঘটনায় পুলিশ ২ জনকে আটক করে। আদালতের নিষেধাজ্ঞার মধ্যে বিদ্যুত সংযোগ নেয়ার খবর পেয়ে অফিস সত্যতা জেনে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আবু মুসাগংরা মঙ্গলবার (১৭ মে) পশ্চিম চরপাতা মৌজার এস এ-২০ নং খতিয়ানের জয়নাল আবেদীন ও সুজাউদ্দৌলার জমি জালিয়াতি করে ভোলা সদর সাব রেজিস্ট্রি অফিসে দলিল দিতে গেলে জমির ওয়ারিশেরা খবর পেয়ে প্রমানসহ অভিযোগ দিলে দলিল বন্ধ করে দিয়েছে অফিস।
ভুমিদস্যুরা আসল তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সন্মেলন করে আবারও ভুমিদস্যুতার চেস্টা করছে, তাদের এসকল হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সঠিক বিচার দাবী করেছেন ভুক্তভুগীরা। এ বিষয়ে আবু মুসার সাথে যোগাযোগ করা হলে তিনি কোন সদত্তর দিতে পারেননি।